Header Ads

মা-বাবা জানতেন না পাইলট তৌকিরের মৃত্যু হয়েছে

                              

মা-বাবা জানতেন না পাইলট তৌকিরের মৃত্যু হয়েছে


            


সোমবার (২১ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারা। সন্ধ্যা ৬টার দিকে তারা ঢাকায় পৌঁছান।

তবে, রওনা হওয়ার আগে মা সালেহা খাতুন ও বাবা তোহরুল ইসলাম জানতেন না যে তাদের সন্তান তৌকির আর জীবিত নেই। তারা ভাবতেন তৌকির জীবিত এবং চিকিৎসাধীন রয়েছেন।

বিশেষ ওই বিমানে মা-বাবার সঙ্গে ছিলেন তৌকিরের স্ত্রী, বোন সৃষ্টি খাতুন এবং তার স্বামী ডা. তুহিন ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন তাদের গাড়িচালক আলী হাসান।

বর্তমানে বাড়িতে তৌকিরের চাচাতো মামা রফিকুল ইসলাম এবং গাড়িচালক আলী হাসান রয়েছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিকেল থেকে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের ‘আশ্রয়’ নামে ভাড়া বাড়িতে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের ভিড় লক্ষ্য করা গেছে।

বাড়ির মালিক আতিকুল ইসলাম জানিয়েছেন, ফ্লাইটে রওনা হওয়ার আগে লেফটেন্যান্ট তৌকির ইসলামের মা-বাবা ও বোন জামাই ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় তার মৃত্যুর খবর জানতেন না। পরিবারের অন্যান্য সদস্যরা জানতেন তৌকির জীবিত ও চিকিৎসাধীন আছেন।

তৌকির ইসলামের বড় চাচা মতিউর রহমান বলেন, ঢাকায় রওনা হওয়ার আগে তৌকিরের বাবা-মাকে নিহত হওয়ার খবর দেওয়া হয়নি। গত বছর তৌকির ইসলাম বিয়ে করেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তার স্ত্রী ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ওই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে পড়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। ওই ভবনে তখন বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যাদের অধিকাংশই হতাহত হয়েছেন।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরা ও আশপাশের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার শুরু করে। পরে বিজিবি ও সেনাবাহিনীও উদ্ধার কাজে যোগ দেয়। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে নেয়া হয়।

মর্মান্তিক এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

No comments

Powered by Blogger.