Header Ads

বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাস গড়ল

          
     

বাংলাদেশ নারী ফুটবল দল  ইতিহাস গড়ল

স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিল বাংলাদেশ নারী দল। এরপর দিনের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় সব হিসাব মিলিয়ে যায়। ইতিহাস গড়ে প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

বুধবার ইয়াংগুনে অনুষ্ঠিত ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। সেই সঙ্গে তারা টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে। অন্যদিকে বাহরাইন ও তুর্কমেনিস্তানের পয়েন্ট ১ করে। ফলে এই দুই দলের কেউই আর বাংলাদেশের সমান পয়েন্ট পেতে পারবে না।

এ মুহূর্তে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মিয়ানমার। তাদের বাকি একটি ম্যাচ রয়েছে বাহরাইনের বিপক্ষে। বাংলাদেশও খেলবে নিজেদের শেষ ম্যাচ, প্রতিপক্ষ তুর্কমেনিস্তান।

মিয়ানমার যদি শেষ ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান ৬। কিন্তু হেড টু হেড বিবেচনায় তারা পিছিয়ে, কারণ আগেই বাংলাদেশের কাছে হেরেছে। তাই নিয়ম অনুযায়ী মিয়ানমারের সামনে আর মূল পর্বে ওঠার সুযোগ নেই। ফলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের জায়গা, উইমেন’স এশিয়ান কাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে খেলবে লাল-সবুজের মেয়েরা।

No comments

Powered by Blogger.