Header Ads

এলপি গ্যাসের দাম আবারও কমলো

   

    

এলপি গ্যাসের দাম আবারও কমলো


ভোক্তা পর্যায়ে আবারও কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুলাই মাসের জন্য ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম ২ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, চলতি মাসে সৌদি আরামকোর ঘোষিত সিপি মূল্য অনুযায়ী এলপিজির নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ২ জুন ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া একই দিনে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে মূসকসহ ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এ দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে ৫৭৫ ও ৫৪৫ মার্কিন ডলার এবং ৩৫:৬৫ অনুপাতে গড় সিপি মূল্য প্রতি মেট্রিক টন ৫৫৫.৫০ মার্কিন ডলার ধরা হয়েছে। এই ভিত্তিতে বেসরকারি খাতে বিক্রি হওয়া এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে এখন পর্যন্ত চারবার এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছে এবং সাতবার বেড়েছে। এ বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে দাম বেড়েছিল; আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমেছিল। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।

No comments

Powered by Blogger.