Header Ads

৬ মাসের নতুন বিয়ে, নিভে গেল পাইলট সাগরের জীবন

                    

৬ মাসের নতুন বিয়ে, নিভে গেল পাইলট সাগরের জীবন




রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌফিক ইসলাম সাগর মাত্র ছয় মাস আগে বিয়ে করেছিলেন। তার মৃত্যুতে রাজশাহীর উপশহরের তিন নম্বর সেক্টরের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (২১ জুলাই) দুপুরে তার বাড়িতে গিয়ে স্বজনদের আহাজারি করতে দেখা যায়। বিকেল ৫টার দিকে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন এবং ছোট বোন বৃষ্টিকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেজ চাচা মতিউর রহমান। তিনি জানান, “বিকেল সাড়ে ৪টার দিকে আমরা তার মৃত্যুর খবর পাই। এরপর বিমানবাহিনীর পক্ষ থেকে আমাদের ঢাকায় নেওয়ার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়।”

তিনি আরও জানান, সাগর ছয় মাস আগে বিয়ে করেছিলেন, তবে তার কোনো সন্তান নেই। সম্প্রতি তিনি রাজশাহী এসেছিলেন।

দাফন প্রসঙ্গে মতিউর রহমান বলেন, “ছোট ভাই মরদেহ নিয়ে ঢাকায় যাবে। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে—সাগরের দাফন রাজশাহীতে হবে নাকি সোনা মসজিদ এলাকায়।”

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

No comments

Powered by Blogger.