শীর্ষ ব্যবসায়ী শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে
চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী ও ফিনলে বাজার লিমিটেডের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী এবং তাঁর পরিবারের চার সদস্যের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল সোমবার (৩০ জুন) ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয় সংস্থাটি। এতে বলা হয়, শওকত আলী চৌধুরীসহ সংশ্লিষ্টদের নামে ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (লিমিটেড কোম্পানিসহ) নামে পরিচালিত সব ব্যাংক হিসাবে ৩০ দিনের জন্য লেনদেন বন্ধ থাকবে। ফলে তাঁদের ডেবিট বা ক্রেডিট কার্ডের ব্যবহারও সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে।
লেনদেন স্থগিত হওয়া অন্য তিন সদস্য হলেন শওকত আলী চৌধুরীর স্ত্রী তাসমিয়া আম্বারীন (ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান), মেয়ে জারা নামরীন (ইস্টার্ন ব্যাংকের পরিচালক) এবং ছেলে জারান আলী চৌধুরী।
বিএফআইইউ ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের যেসব হিসাবে লেনদেন চলছে, সেসব হিসাবের যাবতীয় কাগজপত্র— যেমন হিসাব খোলার ফরম, স্বাক্ষরের নমুনা (টিপি), কেওয়াইসি প্রোফাইল ইত্যাদি— ২ জুলাইয়ের মধ্যে সংস্থাটিতে পাঠাতে হবে।
বিএফআইইউর একজন কর্মকর্তা জানান, আর্থিক অপরাধ সংশ্লিষ্ট বিষয়ে তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আইনি প্রক্রিয়া অনুসরণ করেই ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।”
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাবেক শাসক দলের নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন সুবিধাভোগীর ব্যাংক হিসাব পর্যায়ক্রমে জব্দ বা স্থগিত করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হলো। তিনি বেসরকারি ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
No comments