Subscribe to:
Post Comments
(
Atom
)
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সম্বলপুর জেলার আইন্থাপল্লী থানার অধীন দানিপালি এলাকায় এই হামলা ঘটে।
নিহত শ্রমিকের নাম জুয়েল রানা। বয়স ১৯ বছর। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার বাসিন্দা। কাজের সন্ধানে মাত্র পাঁচ দিন আগে তিনি ওড়িশায় যান।
হামলার সময় তার সঙ্গে থাকা দুই সহকর্মী জানান, দুর্বৃত্তরা প্রথমে তাদের ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করে পরিচয়পত্র দেখতে চায়। এরপর কোনো যাচাই ছাড়াই তাদের ওপর বেধড়ক মারধর চালানো হয়।
পরিযায়ী শ্রমিকদের একটি সংগঠনের দাবি, কেন্দ্রীয় সরকারের ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ শনাক্তকরণ সংক্রান্ত সাম্প্রতিক অভিযানের প্রভাবেই বাংলাভাষী মুসলমানরা বিভিন্ন রাজ্যে ভুল সন্দেহের শিকার হচ্ছেন। এর ফল হিসেবে একের পর এক গণপিটুনির মতো সহিংস ঘটনা ঘটছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছে।
No comments