নভেম্বরে যে ৮ ব্যাংকে এক টাকাও রেমিট্যান্স আসেনি
সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। তবে একই সময়ে দেশের আটটি ব্যাংকে এক টাকাও রেমিট্যান্স পৌঁছায়নি—এ তালিকায় রয়েছে একটি রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকও। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে যে আটটি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি, সেগুলোর মধ্যে আছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংকে নভেম্বর মাসে কোনো রেমিট্যান্স আসেনি।
এ ছাড়া বিদেশি ব্যাংকের তালিকায় থাকা আল ফারাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতেও মাসজুড়ে কোনো রেমিট্যান্স প্রবাহিত হয়নি।


No comments