Header Ads

পে স্কেলে ৭০ সচিবের ‘বিরোধিতা’, জানালেন যে গুরুত্বপূর্ণ আহ্বান

                                                    

পে স্কেলে ৭০ সচিবের ‘বিরোধিতা’, জানালেন যে গুরুত্বপূর্ণ আহ্বান

নবম পে স্কেল প্রণয়নকে সামনে রেখে কমিশন চার দফায় বিভিন্ন মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিবের সঙ্গে মতবিনিময় করেছে। সচিবরা জানিয়েছেন, অযৌক্তিকভাবে বেতন বৃদ্ধি নয়, বরং বাস্তবতা বিবেচনায় যুক্তিসংগত সুপারিশ করা উচিত। বিভিন্ন সংগঠন তিন–চার গুণ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেও সচিবরা সরকারের আর্থিক সক্ষমতার দিকে নজর দিতে কমিশনকে পরামর্শ দিয়েছেন।

পে কমিশন সূত্রের তথ্য অনুযায়ী, অনলাইন মতামত সংগ্রহের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়েছে, যা সুপারিশ চূড়ান্তকরণে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সব সচিবকে একসঙ্গে পাওয়া সম্ভব ছিল না, তাই পর্যায়ক্রমে বৈঠক করতে হয়েছে। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, যা এখন বিশ্লেষণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সুপারিশ জমা দিতে পারব বলে আশা করছি।’

এদিকে কমিশনের সদস্যরা জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করতে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে এবং এখন পর্যন্ত কাজের বড় অংশ সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ ও গ্রেড পুনর্বিন্যাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

No comments

Powered by Blogger.