Header Ads

হাসিনার ফাঁসি হলে কাউকেই ছাড়বে না—ভারতীয় নম্বর থেকে হুমকি

                                             

হাসিনার ফাঁসি হলে কাউকেই ছাড়বে না—ভারতীয় নম্বর থেকে হুমকি



জুলাই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার রায়কে ঘিরে প্রসিকিউশন টিমের সদস্যদের ভারতীয় নম্বর থেকে ধারাবাহিকভাবে হুমকি দেওয়া হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত থেকেই চিফ প্রসিকিউটরসহ টিমের সবাই এমন হুমকিমূলক ফোনকল পেতে শুরু করেন।

টিমের কয়েকজন সদস্য জানান, রোববার রাত থেকে প্রত্যেককে লক্ষ্য করে অশ্রাব্য গালিগালাজ ও হুমকি দেওয়া হয়েছে।

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, “গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত নম্বর থেকে একের পর এক ফোন আসছে। আজও বেশ কিছু কল এসেছে। অধিকাংশেই ভারতীয় কান্ট্রি কোড ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে প্রসিকিউশন টিমের কাউকে বাঁচতে দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হয়েছে।”

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “অসংখ্য হুমকির ফোন পেয়েছি। শেষে বাধ্য হয়ে ফোন বন্ধ করে দিতে হয়েছে। সবার ভাষা এবং বার্তা ছিল একই—নেত্রীর সাজা হলে আমাদের শেষ করে দেবে।”

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “ভীরু ও কাপুরুষদের ভাষা এমনই হয়। এসব নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

No comments

Powered by Blogger.