হাসিনার গোপন সিন্দুক থেকে যা যা উদ্ধার হলো
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের একটি লকার খুলে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া যায়।
বুধবার দুদক সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সম্পদ বিবরণীর পুনঃযাচাইয়ের অংশ হিসেবে হাসিনা ওয়াজেদের নামে থাকা দুই ব্যাংকের তিনটি লকার খুলে ৯ কেজি ৭০৭ গ্রাম (৮৩২ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অলঙ্কারের কিছু ছবি আমার দেশ–এর হাতে এসেছে, যেখানে স্বর্ণের চুড়ি, নৌকার নকশার অলঙ্কার, কানের দুলসহ বিভিন্ন গহনা দেখা গেছে।
দুদকের মহাপরিচালক আরও জানান, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ঠিক কত ভরি করে স্বর্ণ রয়েছে—তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি এই স্বর্ণের উৎস ও বৈধতা তদন্তের আওতায় আনা হয়েছে।
আদালতের অনুমতি নিয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এনবিআর-এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুদকের যৌথ দল লকারগুলো খুলে স্বর্ণ জব্দ করে।
এর আগে ১৭ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা শেখ হাসিনার ৭৫১ ও ৭৫৩ নম্বর দুটি লকার জব্দ করে, কর ফাঁকির অভিযোগ যাচাইয়ের জন্য। এছাড়া ১০ সেপ্টেম্বর সেনাকল্যাণ ভবনের পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ১২৮ নম্বর লকারটিও একই কারণে জব্দ করা হয়


No comments