Header Ads

হাসিনাকে ফেরাতে সরকার নতুন পথ অনুসরণ করছে

                                      

হাসিনাকে ফেরাতে সরকার নতুন পথ অনুসরণ করছে



জুলাই অভ্যুত্থানে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

এ সময় তিনি ভারতকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের যথাযথভাবে ফেরত দেওয়ার আহ্বান জানান।

আইন উপদেষ্টা আরও জানান, দুজনকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের দাবি সম্মান করা।

No comments

Powered by Blogger.