Header Ads

হাসিনাকে দুই উপায়ে দেশে ফেরানো যেতে পারে

                                            

হাসিনাকে দুই উপায়ে দেশে ফেরানো যেতে পারে



গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে দুইজনই ভারতে পলাতক আছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার দুপুরে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, পলাতক দুই আসামিকে দেশে ফেরাতে সরকার দু’টি পথ অনুসরণ করতে পারে। প্রথমত, বাংলাদেশ–ভারত ২০১৩ সালের অপরাধী বিনিময় (এক্সট্রাডিশন) চুক্তি। এই চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় বাংলাদেশ ভারত সরকারের কাছে তাদের ফেরত চাইতে পারে। ভারত আইনের শাসন ও ন্যায়বিচারকে সম্মান করলে তাদের ফেরত দেওয়ার কথা।

দ্বিতীয় পথ হিসেবে তিনি ইন্টারপোলের সহায়তার কথা উল্লেখ করেন। যেহেতু উপযুক্ত আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, তাই ইন্টারপোল নোটিসের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা সম্ভব।

তিনি আশা প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে জটিল মানবতাবিরোধী অপরাধের বিচার করার সক্ষমতা দেখিয়েছে এবং সাফল্যের সঙ্গে এই বিচার সম্পন্ন করেছে। পৃথিবীর যেকোনো আদালতে একই ধরনের সাক্ষ্য–প্রমাণ উপস্থাপন করা হলে আজ যারা দণ্ডিত হয়েছেন, তাদের বিরুদ্ধে একই রায়ই দেওয়া হতো।

এ মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাইয়ের শহীদদের প্রদান করার নির্দেশও দিয়েছেন আদালত।

No comments

Powered by Blogger.