দুই বাংলা আবার মিলিত হবে
বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। শনিবার পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক জনসভায় রানাঘাটের এই এমপি বলেন, “২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত ও বাংলাদেশের মধ্যকার কাঁটাতারের বেড়া তুলে দেওয়া হবে। আগেও এক ছিল বাংলা, আবারও এক হবে।”
তার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোড়ন। তৃণমূল কংগ্রেস মন্তব্যটির তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার বলেন, “তিনি প্রায়ই অযৌক্তিক মন্তব্য করেন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”
তিনি আরও বলেন, “সীমান্ত সুরক্ষা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীন বিষয়, রাজ্যের নয়। তাই এমন মন্তব্য বিভ্রান্তি সৃষ্টিকারী।”
জগন্নাথ সরকারের এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে—তিনি কি বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন, নাকি কেবল আবেগপ্রবণ হয়ে মন্তব্যটি করেছেন?
বর্তমান সময়ে যখন পশ্চিমবঙ্গে নাগরিকত্ব যাচাই (NRC) ও অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে বিজেপি সরব, তখন এই মন্তব্য বিজেপির নীতি ও অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সীমান্ত নিরাপত্তা ও দুই দেশের সার্বভৌমত্ব নিয়ে তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।


No comments