Header Ads

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি

                    

ইসির প্রতীক তালিকায় নতুন সংযোজন ‘শাপলা কলি



নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় নতুনভাবে ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই প্রতীকটি দাবি করে আসছিল। তবে ইসির বিদ্যমান তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় আগে দলটিকে তা দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছিল সংস্থাটি।

অবশেষে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করে সংশোধিত তালিকার প্রজ্ঞাপন জারি করেছে ইসি।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলবৎ রেখে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন আনা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিধিমালার বিধি ৯-এর উপবিধি (১) বাতিল করে তার পরিবর্তে নতুন উপবিধি (১) সংযোজন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, অনুচ্ছেদ ২০-এর অধীনে স্থগিত প্রতীক ছাড়া প্রাপ্যতার ভিত্তিতে প্রার্থীরা তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে যেকোনো একটি প্রতীক বেছে নিতে পারবেন।

No comments

Powered by Blogger.