অপূর্বের বিচার না হলে ঢাকা অভিমুখে লং মার্চ ঘোষণা
হেফাজতে ইসলাম বাংলাদেশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পালের কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন—যদি অপূর্বের বিষয়ে যথাযথ বিচার না করা হয়, তাহলে তারা আইনশৃঙ্খলা পাল্লার চেষ্টা করে ঢাকা অভিমুখে লং মার্চের ডাক দেবেন।
বিবৃতিতে বলা হয়েছে, অপূর্বের প্রকাশিত ভিডিওটি দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত করেছে এবং ওই ছাত্র নিজেই তার ফেসবুক প্রোফাইলে ভিডিওটি ছড়িয়ে আরও গুরুতর অপরাধ করেছে; তাই এ কাজ সজাগভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে। তারা দাবি করেছেন, নর্থসাউথ কর্তৃপক্ষও এই ঘটনায় বিবৃতি দেবে—উল্লেখ্য, পূর্বে হাদিস উল্লেখ করার কারণে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছিল।
হেফাজত নেতারা বলেন, ভাইরাল ভিডিওতে অপূর্বের ভঙ্গি, বক্তব্য ও উগ্রতার কারণে তাকে পাগল মনে হয়নি, বরং এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা জন্মে; যদি ঘটনার পেছনে দেশি–বিদেশি কোনো এজেন্সির সম্পর্ক থাকে, তাহলে সরকারকে তা উদঘাটন করতে হবে। দেশের সংকটকালীন সময়ে উস্কানিমূলক কাজ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চক্রান্ত হতে পারে—এ ধরনের ষড়যন্ত্র রুখতে বলবৎ ব্যবস্থা নেয়ার জন্য তারা জোর দাবি জানায়।
বিবৃতিতে অতীতের অভিজ্ঞতার কথাও উল্লেখ করে বলা হয়েছে—ধৈর্য ধরে ন্যায়বিচারের আশায় অপেক্ষা করলেও বহু ক্ষেত্রে বিচার ঘটেনি; তার কারণে আর ধোঁকা খেতে চাওয়ার মতো পরিস্থিতি নেই। তাই ইসলাম ও রাসূল (সা.)-এর অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান অর্ন্তভুক্ত করার মতো কঠোর আইন প্রণয়নের বিকল্প নেই, এবং তা না করলে তারা শীর্ষ ওলামা-এ-কারামের সঙ্গে পরামর্শ করে কার্যকর প্রতিবাদে নামে বলেও জানানো হয়েছে।


No comments