Header Ads

পারবে না বিএনপি-জামায়াত, এনসিপি প্রয়োজন: সারজিস

   
                                           

পারবে না বিএনপি-জামায়াত, এনসিপি প্রয়োজন: সারজিস



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্য বিষয় নিয়ে বিএনপি-জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে না। সেই জায়গায় তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

শনিবার দুপুর ২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি জেলায় এনসিপির কমিটি গঠন সম্পন্ন হবে। এছাড়া, আইনগতভাবে এনসিপির শাপলা চিহ্ন প্রাপ্তিতে কোনো বাধা নেই।

এর আগে, সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন সারজিস আলম। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, দিদার শাহ প্রমুখ।

আতঙ্কে ৫টি ব্যাংকের আমানতকারীরা

এনসিপির জেলা সংগঠক ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় সাংগঠনিক আলোচনা, যাতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।

সভা চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
আরো পড়ুন

No comments

Powered by Blogger.