Header Ads

আমার বিছানায় বসে প্রেম: আবু ত্বহা আদনানের স্ত্রী

                                                

আমার বিছানায় বসে প্রেম: আবু ত্বহা আদনানের স্ত্রী


                     
রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারাহ জানিয়েছেন, তাঁর স্বামী একজন এয়ার হোস্টেসের সঙ্গে সম্পর্ক রাখেন। তিনি বলেন, “তিনি যা-ই করেন, তা গোপন রাখেন না। কারণ তিনি নিজেই সবচেয়ে বড়।” তিনি আরও জানান, স্বামী রাতে তিনটার দিকে বাসায় ফিরলেও সেন্টারে কাজের কারণে সময় কাটান এবং সেই সময়েও তাঁর প্রেমিকার সঙ্গে কথা বলেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে সাবিকুন নাহার সারাহ এ বিষয়টি ফেসবুকে প্রকাশ করেন। এর আগে, গত ২ অক্টোবর রাতেও তিনি একই বিষয় নিয়ে পোস্ট করেছিলেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ৬ অক্টোবর আবু ত্বহা মোহাম্মদ আদনান স্ত্রীর অভিযোগের ব্যাখ্যা দেন, এবং সেই পোস্ট মুছে ফেলেন। সেই সময় তিনি ক্ষমাও চেয়েছিলেন।

আরো পড়ুন: সেনা কর্মকর্তাদের বিচারের দাবিতে দৃঢ় অবস্থান নিন

সাবিকুন নাহার সারাহর সাম্প্রতিক পোস্টে তিনি বলেন—

“এয়ার হোস্টেসদের মধ্যে অনেকেই সেলিব্রিটির প্রতি আকৃষ্ট হন, আবার কিছু সেলিব্রিটিও এয়ার হোস্টেসদের পছন্দ করেন। আপনার উস্তাদ আবু ত্বহা মোহাম্মদ আদনান তার কলেজজীবনের প্রিয়তমা জারিন জেবিন নামের এয়ার হোস্টেসের সঙ্গে সম্পর্ক রেখেছেন। পুরনো প্রেম নতুন রূপে ফের জীবন্ত হয়েছে। তারা নিয়মিত চ্যাটে অনুভূতি ভাগাভাগি করেন এবং ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলেন। তিনি চাইছেন লং ড্রাইভে যেতে এবং অফিসরুমে সাক্ষাৎ করতে।

“তাঁর প্রতিষ্ঠানগুলো নানা আয়োজন ও ক্লাসের মাধ্যমে নারীদের সঙ্গে একান্তে মেলামেশার সুযোগ তৈরি করে। যদিও তিনি কো-এডুকেশন বিরোধিতা করেন, বাস্তবে প্রতিষ্ঠানগুলোতে নারী-পুরুষের মুক্ত মেলামেশা হয়। আমি যখন এসব বন্ধ করার চেষ্টা করি, তখন তিনি আমাকে দোষারোপ করেন এবং আশপাশের মানুষদের কাছে আমাকে খারাপভাবে উপস্থাপন করেন।

“যাই হোক, তিনি যা-ই করেন, তা কখনো গোপন রাখেন না, কারণ তিনি নিজেই সবচেয়ে বড়।

ত্বহাপত্নী আরও জানান, জারিন জেবিনের সঙ্গে সম্পর্কের আগে রংপুরের আরেক মেয়ের সঙ্গে তিনি বিয়ের আশ্বাস দিয়েছিলেন। সেই মেয়ে ছিল এক ওমরাহ প্রতিযোগিতার শিক্ষার্থী এবং আলেমা। স্বামী তার বাবা-ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং বিভিন্ন দ্বীনি দিক থেকে দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে জারিন জেবিনকে পেয়ে তিনি ঐ আলেমা মেয়েটির সঙ্গে বিয়ে করতে অস্বীকার করেন। এতে সেই মেয়ে উস্তাদের প্রেমে মুগ্ধ হয়ে দীর্ঘ প্রতীক্ষার পথে থাকেন।

আরো পড়ুন

No comments

Powered by Blogger.