Header Ads

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

                                    

পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর




বেসরকারি স্কুল ও কলেজের প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন আইবাস সিস্টেমে জমা হয়েছে। তবে দুর্গাপূজার ছুটির কারণে অফিস বন্ধ থাকায় এ সপ্তাহে বেতন প্রদান সম্ভব হয়নি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের একজন কর্মকর্তা জানান, আগামী সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার ৬ অক্টোবর অথবা মঙ্গলবার ৭ অক্টোবর, শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পেয়ে যাবেন।

কর্মকর্তারা আরও বলেন, ছুটির কারণে বেতনের কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত তারিখে বেতন-ভাতা নিশ্চিতভাবে প্রদত্ত হবে

No comments

Powered by Blogger.