ডাকসুর ফল ঘোষণা দেরির কারণ জানালেন কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ব্যালটের পাঁচটি পাতা আলাদা করতে সময় লাগার কারণে ফল গণনায় দেরি হচ্ছে। মঙ্গলবার রাতে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ডাকসুর ব্যালটের এই পাঁচটি পাতা মেশিনে দেওয়ার আগে আলাদা করতে হয়। প্রতিটি ভোট বাক্স খোলার সঙ্গে সঙ্গে এই আলাদা করার কাজ করতে হচ্ছে। মূলত এ কারণেই ফল ঘোষণা দেরি হচ্ছে।
অধ্যাপক জসীম উদ্দিন আরও জানান, মঙ্গলবার রাতের মধ্যেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। কিছু কেন্দ্রের গণনা ইতোমধ্যে এগিয়েছে, তবে কিছু কেন্দ্রের গণনা এখনও পিছিয়ে রয়েছে।
ফল প্রকাশের নির্দিষ্ট সময় সম্পর্কে তিনি বলেন, “ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। সব কেন্দ্রে একসাথে স্বচ্ছভাবে গণনা করা হচ্ছে। সুনির্দিষ্ট সময় বলা যায় না, তবে অবশ্যই আজ রাতের মধ্যেই ফলাফল জানা যাবে।


No comments