Header Ads

জাতিসংঘে ইতিহাস রচনা: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাস

       
             

জাতিসংঘে ইতিহাস রচনা: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব পাস


জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪২টি দেশ। বিপক্ষে যায় মাত্র ১০টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ১২টি দেশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে ফ্রান্স ও সৌদি আরব প্রস্তাবটি উত্থাপন করে। ঘোষণায় ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হলেও একইসঙ্গে গাজায় ইসরাইলের অবরোধ, বিমান হামলা ও সৃষ্ট মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়।

এতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

তবে ইসরাইল এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই স্পষ্ট করে বলেছিলেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন মন্তব্য করেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ না করা প্রমাণ করে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক নাটকে পরিণত হয়েছে।

অন্যদিকে, হামাস প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে একে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে। তাদের আশা, আসন্ন ২২ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ সভায় কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

যদিও আন্তর্জাতিক মহলে এ সিদ্ধান্তকে ঘিরে ভিন্নমত রয়েছে, জাতিসংঘ স্পষ্ট করেছে যে ঘোষণার বাস্তবায়নে তারা অটল থাকবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের অগ্রগতির জন্য সব সদস্য রাষ্ট্রকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে।

No comments

Powered by Blogger.