Header Ads

আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ

                       

আবারও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ



রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায়, সন্ধ্যার পরপরই একদল লোক হঠাৎ কার্যালয়ে আক্রমণ চালায়। তারা ভেতরের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।

পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান দিয়ে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। তবে এতে বিক্ষুব্ধরা আরও উত্তেজিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত পুলিশ ধীরে ধীরে তাদের সরে যেতে বাধ্য করে এবং কার্যালয়ের পাশে অবস্থান নেয়। একই সঙ্গে জলকামান থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলতে থাকে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও স্থানীয়দের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।

No comments

Powered by Blogger.