Header Ads

সংসদ নির্বাচন ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

                

সংসদ নির্বাচন ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ



 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মোট ৪২,৬১৮টি ভোটকেন্দ্র স্থাপনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এই তালিকা রোডম্যাপের অংশ হিসেবে তৈরি করা হয়েছে। তিনি বলেন, “বর্তমানে ১০টি অঞ্চলের ৬৪টি জেলায় ৩০০টি আসনের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১। এই সংখ্যা বিবেচনায় গড়ে প্রতি ৩,০০০ ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র করার ভিত্তিতে মোট ৪২,৬১৮টি কেন্দ্র প্রস্তাব করা হয়েছে।”

ইসি সচিব আরও জানান, ভোটকেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটারদের জন্য আলাদা ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। প্রতি কেন্দ্রে ৬০০ পুরুষ ভোটারের জন্য একটি এবং ৫০০ মহিলা ভোটারের জন্য একটি ভোটকক্ষ থাকবে। এর ফলে মোট পুরুষ ভোটকক্ষ হবে ১,১৪,৯৩৯টি এবং মহিলা ভোটকক্ষ হবে ১,২৯,১০৭টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দাঁড়াবে ২,৪৪,০৪৬টি।

তিনি উল্লেখ করেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২,১৫০টি এবং ভোটকক্ষের সংখ্যা ছিল ২,৬১,৪৭২টি। এবারের নির্বাচনে কেন্দ্রের সংখ্যা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে।

আখতার আহমেদ জানান, আজ প্রকাশিত খসড়া তালিকায় দাবী-আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। এসব দাবি-আপত্তি ১২ অক্টোবর নিষ্পত্তি হবে। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

No comments

Powered by Blogger.