রংপুরে মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগে অশ্রুসিক্ত প্রার্থীরা
রংপুরে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪০ জন তরুণ। ফলাফল ঘোষণার পর অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ঘুষ, সুপারিশ বা হয়রানি ছাড়াই চাকরি পাওয়ায় জেলা পুলিশ সুপার ও নিয়োগ কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান।
শুক্রবার বিকেলে রংপুর পুলিশ লাইন্সে এ নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার আবু সায়েম নবনিযুক্ত কনস্টেবলদের উদ্দেশে বলেন, পুলিশে চাকরি মানেই জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করা। প্রলোভন এলে তা থেকে দূরে থাকতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
চাকরি পাওয়া প্রার্থীদের অনেকের পরিবার অর্থনৈতিকভাবে ভীষণ দুরবস্থার মধ্যে রয়েছে। কারও মা ক্যান্সারে আক্রান্ত, কারও বাবা-মা গার্মেন্টসে কাজ করেন, আবার কারও মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নিয়োগ পাওয়ার পর নিজেদের অভিজ্ঞতা জানাতে গিয়ে তারা আবেগে কেঁদে ফেলেন, আর সেই দৃশ্য দেখে উপস্থিত অনেকের চোখেও পানি চলে আসে।
পীরগঞ্জের মোনাব্বের হোসেন বলেন, “আমাদের এলাকায় সবাই বলে পুলিশে চাকরি পেতে লাখ লাখ টাকা লাগে। কিন্তু আমি মাত্র ১২০ টাকায় চাকরি পেলাম। এজন্য এসপি স্যারসহ নিয়োগ বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
কাউনিয়ার আতাউর রহমান জানান, “আমি সবসময় পুলিশ হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু ভাবিনি ঘুষ ছাড়া তা সম্ভব। আজ সেটা বাস্তবে হলো। মাত্র ১২০ টাকায় স্বপ্ন পূরণ হওয়ায় আমি গর্বিত।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু, রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) রুনা লায়লা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।
ঘোষিত ফলাফলে ৪০ জন উত্তীর্ণ হয়েছেন এবং আরও ৮ জন অপেক্ষমাণ তালিকায় রয়েছেন।
.jpg)

No comments