Header Ads

ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল

                                   

ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে সংগঠনটির এক নেতা। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তা এবং সারা দেশে শিবিরকর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের ওপর চলমান সাইবার বুলিংয়ের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দলীয় নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পাশাপাশি নারী নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

No comments

Powered by Blogger.