নিবন্ধন পাচ্ছে সাত দল, এনসিপি কি পেয়েছে?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। দলগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের রায়ের ভিত্তিতে নিবন্ধন পাবে, আর বাকি পাঁচটি দল ইসির নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধনের সুযোগ পাচ্ছে।
এ তথ্য নিশ্চিত করে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ বলেন, “নতুন রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত ফাইল কমিশনে তোলা হবে। কমিশন অনুমোদন দিলে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৫১টি। নতুন সাতটি দল যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৮টিতে। আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে হলে সংশ্লিষ্ট দলকে ইসিতে নিবন্ধিত হতে হয়।
ইসি সূত্রে জানা গেছে, নতুন দল নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে ২২টি রাজনৈতিক দলের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। মাঠপর্যায়ের যাচাই-বাছাই শেষে এর মধ্যে পাঁচটি দলকে নিবন্ধনের উপযুক্ত বিবেচনা করা হয়েছে। তাদের নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই এসব দলের বিষয়ে আপত্তি বা দাবি আছে কি না তা জানতে গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি।
উপযুক্ত বিবেচিত পাঁচ দলের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা রক্তাক্ত জুলাই আন্দোলনের পটভূমিতে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল। দলটি প্রতীক হিসেবে শাপলা চাইলেও ইসির তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে। আরেকটি দল বাংলাদেশ আম জনগণ পার্টি, যার আহ্বায়ক ডেসটিনি খ্যাত মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়া রয়েছে বাংলাদেশ জাতীয় লীগ (চেয়ারম্যান মাহবুবুল আলম), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (শাহজাহান সিরাজ) (সাধারণ সম্পাদক আব্দুল জলিল) এবং জাতীয় জনতা পার্টি (চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর আকন)।
অন্যদিকে আদালতের রায়ে নিবন্ধন পেতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি। সংশোধিত প্রতীকের তালিকা পাওয়ার পর দলটিকে নিবন্ধন সনদ দেবে ইসি। একইভাবে আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নেজামে ইসলামী পার্টিও নিবন্ধন পাচ্ছে। সংশ্লিষ্ট রায়ের কপি ইসিতে পৌঁছালে দলটিকে নিবন্ধন দেওয়া হবে।


No comments