হাসনাত আব্দুল্লাহ ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন
ডাকসু নির্বাচন আপাতভাবে সুষ্ঠু হলেও সেখানে রাজনৈতিক দলের শক্তি প্রদর্শনের চিত্র দেখা গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার মতে, জাতীয় নির্বাচনে একই ধরনের পরিস্থিতি দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত বলেন, নির্বাচন ঘিরে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া এখনো সুস্পষ্ট হয়নি। পাশাপাশি প্রশাসনকে নিয়ন্ত্রণে এনে নির্বাচনী প্রক্রিয়াকে নিজেদের পক্ষে নেয়ার প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে।
তিনি আরও যোগ করেন, অতীত সরকারের মতো এখনো বিভিন্ন সংস্থা রাজনীতিকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা করছে।


No comments