Header Ads

লোডশেডিং দেশব্যাপী যতদিন থাকবে

                             

লোডশেডিং দেশব্যাপী  যতদিন থাকবে



 কারিগরি সমস্যার কারণে দেশের বেশ কিছু বড় বিদ্যুৎকেন্দ্র হঠাৎ অচল হয়ে পড়ায় সারাদেশে লোডশেডিং করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ উৎপাদন বন্ধ করে দেওয়ায় সারা দেশে বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে লোডশেডিং করা হলেও আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়। সাময়িক এ সংকট মোকাবিলায় সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পিডিবি।

এর আগে, শুক্রবার (১ আগস্ট) প্রকল্পের কাজের কারণে উত্তরাঞ্চলের তিন জেলায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রোববার (২৭ জুলাই) পিজিসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্রে সম্পূর্ণ শাটডাউন কার্যকর থাকবে।

ফলে ওই সময়ে দিনাজপুর জেলার নেসকো বিতরণ-১ ও ২-এর কিছু অংশ, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন এলাকা, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকে।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

No comments

Powered by Blogger.