বিপ্লবের পর দ্রুত নির্বাচন না হলে গৃহযুদ্ধের ঝুঁকি থাকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতিহাসে দেখা গেছে—যেসব দেশ বিপ্লব বা গণ-আন্দোলনের পর দ্রুত নির্বাচন করেনি এবং দাবিদাওয়ার লড়াইয়ে সময় নষ্ট করেছে, সেসব দেশ গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘পোস্ট জুলাই পলিটিক্যাল থটস : হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তে পারে। যারা পরিবর্তনের বাস্তবতা মেনে নিতে পারবে না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎও শুভ হবে না। আমীর খসরু অভিযোগ করেন, একসময় একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে সুবিধা নিয়েছে, আর এখন আরেকটি গোষ্ঠী ২৪ ঘণ্টা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ বিপ্লব বা আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রে ফিরেছে, ফলে তারা টিকে গেছে। কিন্তু যেসব দেশে দাবিদাওয়ার সংঘাত দীর্ঘায়িত হয়েছে, সেখানে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে।
বাংলাদেশেরও অনেক আগে গণতন্ত্রে ফেরার সুযোগ ছিল, কিন্তু তা হয়নি বলে তিনি মন্তব্য করেন। তার দাবি, গণতন্ত্রে না ফিরতে পারায় দেশ প্রতিদিন পিছিয়ে যাচ্ছে। সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। ফলে পুলিশ, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য পর্যন্ত সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।
আমীর খসরু আরও বলেন, দেশে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না, কারণ বিনিয়োগকারীরা আস্থাহীনতায় ভুগছেন। সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলন হলেও তাতে নতুন কোনো বিনিয়োগ আসেনি; আগের বিনিয়োগকারীরাই অংশ নিয়েছেন। তবে নির্বাচনের ঘোষণা আসার পর থেকে বিদেশি বিনিয়োগকারীরা, বিশেষ করে জাপানি প্রতিনিধি দল, কিছুটা আগ্রহ দেখাচ্ছে এবং নির্বাচনোত্তর সময়ে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে।


No comments