Header Ads

জাকসুর ভোট বর্জন ৪ প্যানেলের, দাবি পুনর্নির্বাচনের

                           

জাকসুর ভোট বর্জন ৪ প্যানেলের, দাবি পুনর্নির্বাচনের



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে চারটি প্যানেল ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে।

বর্জন ঘোষণা দেওয়া প্যানেলগুলো হলো—‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। এ ছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনে আগের রাত থেকেই একের পর এক অনিয়ম ঘটে। এর মধ্যে ছিল ব্যালট বাক্স নিয়ে বিশৃঙ্খলা, রাত দুইটায় হঠাৎ পোলিং এজেন্ট ঘোষণা, স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট নিয়োগে বাধা, এজেন্টদের কাজ করতে না দেওয়া, নারী হলে পুরুষ প্রার্থীর প্রবেশ, ভোটার তালিকায় ছবি না থাকা, ভোটারদের আঙুলে কালি না দেওয়া, এমনকি বৈধ ভোটার হয়েও তালিকায় নাম না পাওয়া ইত্যাদি। এসব অনিয়ম, অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে নির্বাচন নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়েছে।

শরণ এহসান আরও বলেন, এ পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্যর্থ, পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন। তাই তারা এ নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছেন এবং দ্রুত নতুন তফসিল ঘোষণার মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

No comments

Powered by Blogger.