Header Ads

জাকসুর ভোটগণনায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রাণ হারালেন পোলিং কর্মকর্তা

                                

জাকসুর ভোটগণনায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রাণ হারালেন পোলিং কর্মকর্তা


 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার সময় দায়িত্ব পালন করতে গিয়ে প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে।

সাক্ষীদের বরাতে জানা যায়, দায়িত্ব পালনের সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

এ বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, “ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু পৌঁছানোর পর ডাক্তার জানান তিনি আর নেই। সহকর্মীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

No comments

Powered by Blogger.