Header Ads

গুজবে কান দিবেন না: সেনাপ্রধান

       

গুজবে কান দিবেন না: সেনাপ্রধান

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে চারদিকে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় অব্যাহত ভূমিকা পালনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা নির্বাচনের আগে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জাতির কাছে একটি সুন্দর নির্বাচনের জন্য তিনি অঙ্গীকার করেছেন। নির্বাচন হবে আন্তর্জাতিক মানসম্পন্ন, যেখানে ভোটারদের উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

No comments

Powered by Blogger.