ডাকসু নির্বাচনে ভোট দিয়ে যা বললেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা প্রতিকেন্দ্রে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন। সকালে ভোট দিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. সোয়াইব হোসেন বলেন, “হলে উৎসবমুখর পরিবেশ, সবাই দলবেঁধে ভোট দিতে এসেছে। গত ৫ বছরে এমন উৎসব দেখিনি। সব ক্যাম্পাসের পরিবেশ দেখে খুব আনন্দিত।”
সলিমুল্লাহ মুসলিম হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদ আলী বলেন, “প্রথমবার ভোট দিতে পেরে খুবই আনন্দিত। সবকিছু এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে। যদি বেলা বাড়ার সঙ্গে সব ঠিক থাকে, সুন্দর পরিবেশে ভোট হবে।”
রোকেয়া হলের সাউদিয়া ইসলাম খান পাশা বলেন, “প্রথমবার ভোট দেওয়ার কারণে কিছুটা ভয় লাগছিল। তবে সময় যথেষ্ট ছিল।”
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন।
-
সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন
-
সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন
-
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন
নারী প্রার্থীদের মধ্যে: ভিপি ৫ জন, জিএস ১ জন, এজিএস ৪ জন।
ভোট দেবেন মোট ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।


No comments