Header Ads

জাকসুর ফল ঘোষণা নিয়ে চূড়ান্ত যে বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার

                        

জাকসুর ফল ঘোষণা নিয়ে চূড়ান্ত যে বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার



প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আজ রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কমিশনের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, রাতেই ভোট গণনা শেষ করা হবে এবং ফল প্রকাশ করা হবে, তবে সঠিক সময় এখনই বলা যাচ্ছে না। রাতের শেষ ভাগেও ফলাফল ঘোষণা হতে পারে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। ইতোমধ্যে ২১টির মধ্যে ১৯টি হলের ভোট গণনা শেষ হয়েছে।

মনিরুজ্জামান বলেন, “জাকসু নির্বাচনের ভোট গণনা দ্রুত শেষ করতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা করা হচ্ছে। কমিশনের বাইরে অন্য কাউকে এ প্রক্রিয়ায় রাখা হয়নি।

No comments

Powered by Blogger.