Header Ads

খাগড়াছড়িতে যাওয়ার পথে গাড়ি থেকে ১০০ অস্ত্র উদ্ধার

                                   

খাগড়াছড়িতে যাওয়ার পথে গাড়ি থেকে ১০০ অস্ত্র উদ্ধার



খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সংঘর্ষে ব্যবহার করার উদ্দেশ্যে নেওয়ার সময় বাস থেকে ১০০টি ধারালো দা উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ইউপিডিএফ (মূল) সদস্যরা বান্দরবান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এসব অস্ত্র বহন করছিল। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। উদ্ধার করা দাগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এর আগে ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। পরদিন সেনাবাহিনীর সহযোগিতায় সন্দেহভাজন শয়ন শীলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে রবিবার খাগড়াছড়িতে তৃতীয় দফায় সড়ক অবরোধ করা হয়। এর আগের দিন শনিবার অবরোধকে কেন্দ্র করে শহরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছোড়ে।

অবশেষে উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

No comments

Powered by Blogger.