Header Ads

আ. লীগের নির্বাচন অংশগ্রহণ নিয়ে ইসির স্পষ্ট ঘোষণা

                         

আ. লীগের নির্বাচন অংশগ্রহণ নিয়ে ইসির স্পষ্ট ঘোষণা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগ কি আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে। উত্তরে ইসি সানাউল্লাহ বলেন, কোনো রাজনৈতিক দলের কার্যক্রম যদি স্থগিত থাকে, তাহলে তাদের দলীয় প্রতীকও স্থগিত থাকবে। ফলে তারা নির্বাচনে প্রতীক ব্যবহার করে অংশ নিতে পারবে না। তবে প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

অর্থাৎ, আওয়ামী লীগের ওপর থেকে স্থগিতাদেশ না উঠলে আসন্ন জাতীয় নির্বাচনে নিবন্ধিত এই দলটি দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না। যদিও তিনি সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, স্থগিত থাকা দল নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

No comments

Powered by Blogger.