আওয়ামী লীগের কার্যক্রম যেকোনো সময় পুনরায় চালু হতে পারে
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত হয়নি। কেবল তাদের কার্যক্রম স্থগিত রয়েছে, যা যেকোনো সময় সচল করা হতে পারে। জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এ বক্তব্য তুলে ধরে তার ভিডিওতে বলেন, “এর মানে হলো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া সম্ভবত সম্ভব নয়। গণতান্ত্রিক বিশ্ব এটা মেনে নেবে না। তারা চাইবে না যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্বাচনের বাইরে রাখা হোক।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন কোন ফরমেটে বা এই নির্বাচনে অংশ নেবে কিনা—সেই বিষয়ে নিশ্চয়ই কোনো না কোনো আলোচনা চলছে। প্রধান উপদেষ্টার মন্তব্য ‘যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে’—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি যে বিশ্বে অবস্থান করছেন, সেটি গণতান্ত্রিক পশ্চিমা বিশ্ব। সেখানে কোনো রাজনৈতিক দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বলা যায় না।”
তবে মোস্তফা ফিরোজ দাবি করেন, প্রধান উপদেষ্টার বক্তব্য পুরোপুরি সত্য নয়। তার মতে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, প্রতীকও স্থগিত আছে। ফলে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই।
তিনি আরও মন্তব্য করেন, “ড. ইউনূস আওয়ামী লীগ নিয়ে কিছু সত্য বলেছেন, আবার কিছু অসত্য বলেছেন। তবে মূল বিষয় হলো—যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এমন অবস্থায় জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সম্ভবত বাস্তবায়নের পর্যায়ে যাবে না।


No comments