ভিপি প্রার্থী কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করলেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন। তাহমিনা ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রার্থী ছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনে নানা অনিয়ম ও দলীয় প্রভাব লক্ষ্য করেছি। অমর একুশে হলে এক পর্যায়ে পোলিং অফিসারকে শিক্ষার্থীর হয়ে ব্যালট পূরণ করতে দেখা গেছে। এছাড়া কর্তৃপক্ষকে ছয়জন পোলিং এজেন্ট রাখার তথ্য দেওয়ার পরও আমাদের একজনকেও সুযোগ দেওয়া হয়নি।”
তাহমিনা আরও বলেন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কারণে এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম। একইসঙ্গে তিনি ভোট কারচুপির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।


No comments