Header Ads

মবের শিকার হয়েছেন ফজলুর রহমান

                          

মবের শিকার হয়েছেন ফজলুর রহমান


     

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি দাবি করেছেন, নিজের বাসায় তিনি মবের হামলার শিকার হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মৃত্যু ছুঁয়েছি একাত্তরে, মব আর মৃত্যুভয় আমার নেই। দেশবাসীর কাছে দোয়া চাইছি, এই মুহূর্তে বাসায় মব হামলার শিকার।”

এদিন সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের পাশে তার বাসার সামনে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র-জনতা। তারা ফজলুর রহমানের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে ‘অশালীন ও বিভ্রান্তিকর’ মন্তব্য করার অভিযোগে রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত ওই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

No comments

Powered by Blogger.