হাসনাত আব্দুল্লাহ বলেছেন,নুরের রক্ত বৃথা যেতে দেব না
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেছেন যে তিনি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেবেন না। শুক্রবার রাত সাড়ে ১১টায় দেওয়া ওই পোস্টে তিনি এই মন্তব্য করেন। এর আগে রাত ৯টায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন যে রাজধানীর বিজয়নগরে তাদের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা চালায়। এই হামলায় দলটির সভাপতি নুরুল হক নুরসহ ৫০ জনেরও বেশি নেতাকর্মী আহত হন।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লেখেন, এই হামলার পেছনে “রিফাইন্ড আওয়ামী লীগের” পরিকল্পনা ছিল, যা তিনি ১১ মার্চ প্রকাশ করেছিলেন। সেই পরিকল্পনা ব্যর্থ হলেও তারা থামেনি। একই গোষ্ঠী এখন জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। তিনি আরও বলেন, “ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এই খেলায় প্রথম রক্ত দিয়েছেন আমাদের নূর ভাই।”
তিনি আরও বলেন, এই হামলার প্রতিবাদ করতে না পারলে এবং জাতীয় পার্টিকে দিয়ে “ফ্যাসিবাদ ফেরানোর” এই চেষ্টা প্রতিহত করতে না পারলে “বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে।” হাসনাত আব্দুল্লাহ দৃঢ়তার সাথে বলেন, “নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।


No comments