নির্বাচনে ফিরছে ‘না’ ভোটের সুযোগ
নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি সংক্রান্ত সব ধরনের বিধিবিধান বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে পুরো আসনের ভোট বাতিল করার ক্ষমতা পুনরায় কমিশনের হাতে ফিরিয়ে আনা হয়েছে।
এ ছাড়া ‘না’ ভোটের বিধানও ফিরিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) নির্বাচন কমিশনের মুলতবি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য কমিশনার ও ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ভোট গ্রহণের সময় সাংবাদিকরা ভোটকেন্দ্রে থাকতে পারবেন না। তবে ভোট গণনার সময় তারা উপস্থিত থাকতে পারবেন, কিন্তু গণনার মাঝপথে কেন্দ্র ত্যাগ করতে পারবেন না।


No comments