Header Ads

কোন দলের হয়ে নির্বাচন করবেন, যা জানা গেল

                         

কোন দলের হয়ে নির্বাচন করবেন, যা জানা গেল




উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনে অংশ নিলে বর্তমান উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ আছে। তবে কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াব, তা নিশ্চিত নয়। নির্বাচন করলে অবশ্যই বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।”

তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। এছাড়া, শিক্ষার্থীদের নতুন দল এনসিপিতে যোগ দিয়ে তাদের প্রার্থী করবেন কি না, তাও নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, “কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করব—এনসিপির হয়ে নাকি স্বতন্ত্রভাবে—সেটাও এখনও ঠিক হয়নি। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব।”

উপদেষ্টা মনে করেন, নির্বাচনে অংশ নেওয়া বা রাজনীতি করার ইচ্ছা রাখলে সরকারের অন্য উপদেষ্টারাও পদত্যাগ করা উচিত। তিনি বলেন, “যারাই নির্বাচন করবেন বা রাজনীতি করার ইচ্ছা রাখেন, তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। এটা শুধু আমার বা মাহফুজ আলমের বিষয় নয়; অনেকেই আছেন যাদের রাজনৈতিক পদ-পদবী ছিল। আমার মনে হয়, তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়।

No comments

Powered by Blogger.