Header Ads

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা হবে

                                                 

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধেই ঘোষণা হবে



নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অনুষ্ঠিত নবম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সকাল ১১টা থেকে শুরু হওয়া সভা চলে টানা সন্ধ্যা ৭টা পর্যন্ত।

সানাউল্লাহ বলেন, ‘ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পরিকল্পনা অনুযায়ী, ভোটগ্রহণ ফেব্রুয়ারির আগেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।’

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়।

নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনে কেউই, এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না।’

তবে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এর ব্যবহার নিয়ে আগ্রহী।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে সানাউল্লাহ বলেন, ‘এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে তাদের কাছে ব্যালট পাঠানো হবে। এ প্রক্রিয়াটি বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে সম্পন্ন হবে এবং কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে।’

এদিকে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, ‘সভার শুরুতেই প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে, আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এখন আমাদের মূল কাজ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।’

এর আগে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে পাঠানো এক চিঠিতে ২০২৬ সালের ফেব্রুয়ারির রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.