৫ আগস্টের কর্মসূচি ঘিরে জামায়াত সেক্রেটারির বার্তা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলটি জানিয়েছে, এ উপলক্ষে আগামী ৫ আগস্ট সারাদেশে শান্তিপূর্ণ গণমিছিল করবে জামায়াত।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট সকল মহানগর ও জেলা শাখায় শান্তিপূর্ণ গণমিছিল আয়োজন করা হবে।
বিবৃতিতে তিনি দলের নেতাকর্মীদের এ কর্মসূচি সফল করতে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ প্রস্তুতির আহ্বান জানান। একই সঙ্গে দেশের সাধারণ জনগণকে গণমিছিলে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি প্রশাসনের দিকেও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, গণমিছিল যাতে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসনের সহায়তা কামনা করছি।


No comments