Header Ads

লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন সমর্থনে বিক্ষোভে ৪৬৬ জন গ্রেপ্তার

                                           

লন্ডনে ফিলিস্তিন অ্যাকশন সমর্থনে বিক্ষোভে ৪৬৬ জন গ্রেপ্তার


                   

যুক্তরাজ্যে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত বিক্ষোভ থেকে ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, রাজধানীতে একদিনে সংঘটিত এটিই সবচেয়ে বড় গণগ্রেপ্তার।

শনিবার (৯ আগস্ট) বিক্ষোভকারীরা গাজার ওপর ইসরায়েলের হামলা বন্ধ ও ফিলিস্তিন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড হাতে সমবেত হন। অনেকের হাতে ছিল পোস্টার, তাতে লেখা—“আমি গণহত্যার বিরোধী। আমি ফিলিস্তিন অ্যাকশনকে সমর্থন করি।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা মাটিতে বসে স্লোগান দিচ্ছেন—“গাজা থেকে হাত সরাও।” পরে পুলিশ তাদের একজন একজন করে তুলে নিয়ে যেতে থাকে, আর ভিড় থেকে শোনা যায়—“শেম অন ইউ।”

মেট্রোপলিটন পুলিশ এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, রাত ৯টার মধ্যে ফিলিস্তিন অ্যাকশনের সমর্থন জানানোর অভিযোগে ৪৬৬ জনকে আটক করা হয়। এছাড়া আলাদা অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে পাঁচটি ঘটনা পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগে।

No comments

Powered by Blogger.