Header Ads

আমাদের জন্যও তারেক রহমান ও খালেদা জিয়ার মতো পরিণতি অপেক্ষা করছে

                        

আমাদের জন্যও তারেক রহমান ও খালেদা জিয়ার মতো পরিণতি অপেক্ষা করছে



জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলা আমাদের জন্য একটি সতর্কবার্তা। তারেক রহমানকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল, তাঁকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। খালেদা জিয়ার সাথেও একই পরিণতি ঘটেছে। যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি, আমাদেরও সেই একই পরিণতির মুখোমুখি হতে হবে। এই নিয়ম পরিবর্তনের নাম আমরা দিয়েছি ‘সংস্কার’। আর সংস্কার বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ বৈঠকের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, এখন বলা হচ্ছে আমরা নির্বাচনবিরোধী। কিন্তু বিষয়টা তা নয়। বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বলছে, আর আমরা নির্বাচনসহ বিচার ও সংস্কারের বিষয়টিও গুরুত্ব দিচ্ছি। পুলিশ যেন বিনা মামলায় কাউকে তুলে না নেয়, তুলে নিলে পরিবারকে যেন অবগত করা হয়—এসব মৌলিক দাবির সুরাহা হয়নি এখনও। অথচ রাজনৈতিক অঙ্গনে এমন কথাও বলা হচ্ছে, যদি ধানের শীষ না থাকে তবে নিজেরাই ব্যালট পেপার ছাপিয়ে নেবে। এটা শুধু একটি দলের বক্তব্য নয়, অনেক দলের মধ্যেই এই মানসিকতা বিদ্যমান।

তিনি আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে তিনি তাঁর প্রতিনিধি পাঠিয়েছেন খোঁজখবর নিতে এবং আমাদের জন্য উপহারও পাঠিয়েছেন। এটি আমাদের জন্য ইতিবাচক বার্তা, এবং আমরা এটিকে স্বাগত জানাই।

বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব এস. এম. সাইফ মোস্তাফিজ, ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী।

No comments

Powered by Blogger.