জিরো রিটার্ন দিলে ৫ বছরের কারাদণ্ড!
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো ব্যবস্থা নেই এবং শূন্য আয়ের তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের তথ্য গোপন করার ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
রবিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে যে ভুল ধারণা ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। রিটার্নের সব তথ্য শূন্য দেখিয়ে রিটার্ন দাখিল করা সম্ভব নয় এবং কেউ যেন এ ফাঁদে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩ অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো রিটার্ন দাখিলের বিধান নেই। করদাতাদের অবশ্যই তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে প্রদর্শন করে রিটার্ন দাখিল করতে হবে। মিথ্যা বা অসত্য তথ্য প্রদান, কিংবা শূন্য তথ্য দেখানো সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ।
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে, রিটার্নে ভুল তথ্য দিলে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে।
এনবিআর আরও জানিয়েছে, করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রদর্শন বাধ্যতামূলক; শূন্য আয়ের ভিত্তিতে রিটার্ন দাখিলের সুযোগ নেই।
সংস্থাটি সঠিক তথ্য প্রদানের মাধ্যমে রিটার্ন দাখিলকে নাগরিক ও আইনি দায়িত্ব হিসেবে মনে করিয়ে দিয়ে, দেশের উন্নয়নে অংশ নিতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে। ‘জিরো রিটার্ন’ নামে প্রচারিত ভুল ধারণার প্রলোভনে পড়ে আইনগত জটিলতায় পড়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এনবিআর।


No comments