বন্ধু রাহীর মুখে প্রকাশ পেলো ‘ভয়ংকর’ আফ্রিদির অপকর্ম
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী তার নানা কর্মকাণ্ড প্রকাশ্যে আনতে শুরু করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহী আফ্রিদিকে ‘ভয়ংকর’ চরিত্রের অধিকারী বলে উল্লেখ করেন।
রাহীর ভাষ্য অনুযায়ী, ইউটিউব দুনিয়ায় আফ্রিদিকে সবাই বাঘের মতো ভয় পেত। তিনি নিজেও আফ্রিদির আচরণের শিকার হয়েছেন। রাহী অভিযোগ করেন, ক্যামেরার সামনে আফ্রিদি একরকমের ভদ্র-বন্ধুসুলভ হলেও ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন—আসলে তিনি ছিলেন অত্যন্ত নির্মম এবং ভীতিকর একজন মানুষ।
রাহী দাবি করেন, আফ্রিদি রাগ উঠলে বন্ধুবান্ধব ও সহকর্মীদের ওপর বেল্ট দিয়ে নির্দয়ভাবে প্রহার করতেন। “আমাদেরকে যেন মানুষ নয়, পোষা প্রাণীর মতো ব্যবহার করত,” বলেন তিনি।
তিনি আরও জানান, আফ্রিদি প্রায়ই অন্য কনটেন্ট ক্রিয়েটরদের ভয় দেখানোর জন্য প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করতেন। কখনও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে, আবার কখনও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে ফোন করাতেন। রাহীর অভিজ্ঞতা অনুযায়ী, এক রাতে ভিডিও কলে তিনি নিজেকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তখন আফ্রিদি তাকে ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে বলে, “বোঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।”
রাহীর দাবি, ৫ আগস্টের পরও দেশে স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন আফ্রিদি। তবে তার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, “ওর মধ্যে মানবিকতা নেই। শুধু প্রতিশোধের চিন্তায় মগ্ন থাকত—কারকে আক্রমণ করবে, কার ওপর প্রতিশোধ নেবে, এটাই ছিল তার ধ্যানজ্ঞান। আল্লাহ কখনও এমন মানুষকে ছাড় দেন না।”
উল্লেখ্য, রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় সিআইডি বিশেষ অভিযানে তৌহিদ আফ্রিদিকে আটক করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (২৫ আগস্ট) আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।


No comments