Header Ads

সিলেটের পাথর উদ্ধারে এবার অভিযান শুরু করছে দুদক

                                                      

সিলেটের পাথর উদ্ধারে এবার অভিযান শুরু করছে দুদক




সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুব শিগগিরই অভিযান শুরু হবে। দুদকের সিলেট সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা এই অভিযানের নেতৃত্ব দেবেন।

বুধবার (১৩ আগস্ট) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি ‘কালবেলা’-কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় প্রশাসন ও কিছু রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই অভিযান শুরু হবে।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শত শত ট্রাকে পাথর সরিয়ে নেওয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করে ‘দৈনিক কালবেলা’। এছাড়া, কালবেলা পাথর লুটপাট নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করেছে।

No comments

Powered by Blogger.