মোটরসাইকেলের কর ও বিমার খরচ ও পরিশোধের নিয়ম
রাস্তায় বৈধভাবে মোটরসাইকেল চালাতে হলে কর ও ফি পরিশোধ করতে হয়। এর মধ্যে সড়ক কর বা ট্যাক্স টোকেন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সময়মতো এই কর নবায়ন না করলে ট্রাফিক পুলিশ জরিমানা করতে পারে। এছাড়া দুর্ঘটনায় আর্থিক ক্ষতি থেকে সুরক্ষার জন্য বিমা করাও প্রয়োজন।
কর প্রদানের নিয়ম
একজন মোটরসাইকেল মালিককে ১০ বছরের সড়ক কর দিতে হয়। তবে একবারে পুরো ১০ বছরের কর দেওয়া বাধ্যতামূলক নয়। চাইলে প্রতি দুই বছর পর পর কিস্তির মাধ্যমে কর দেওয়া যায়।
-
১০০ সিসির বেশি মোটরসাইকেল: ১০ বছরে কর দিতে হয় মোট ১১,৫০০ টাকা। অর্থাৎ প্রতি ২ বছরে দিতে হয় ২,৩০০ টাকা।
-
১০০ সিসির নিচে মোটরসাইকেল: ১০ বছরে কর দিতে হয় মোট ৫,৭৫০ টাকা। অর্থাৎ প্রতি ২ বছরে দিতে হয় ১,১৫০ টাকা।
এছাড়া ২০২৩ সাল থেকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড (FAF) নামে নতুন একটি ফি যুক্ত হয়েছে। এজন্য এককালীন ১,১৫০ টাকা দিতে হয়।
ট্যাক্স টোকেন নবায়নের নিয়ম
১০ বছরের ট্যাক্স টোকেন শেষ হলে নতুন করে আবেদন করতে হয়। আবেদন ফি ২৩ টাকা এবং এর সঙ্গে ১,১৫০ টাকার এফএএফ মাশুল দিতে হয়। এরপর মোটরসাইকেলটি বিআরটিএ কার্যালয়ে নিয়ে গিয়ে পরিদর্শন করাতে হয়। পরিদর্শক ব্যবহারের উপযোগী মনে করলে নতুন টোকেন ইস্যু করবেন। নতুন টোকেন ২ থেকে ৫ বছর মেয়াদি হতে পারে।
কর জমা দেওয়ার স্থান ও পদ্ধতি
আগে শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে কর জমা দেওয়ার সুযোগ ছিল। এখন অনলাইনে বিকাশ, নগদ বা ভিসা কার্ড ব্যবহার করেও কর পরিশোধ করা যায়।
বিআরটিএর সার্ভিস পোর্টালের তথ্য অনুযায়ী দেশে মোট ১৫টি ব্যাংকে কর জমা দেওয়া যায়। এগুলো হলো—
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এসবিএসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, এনআরবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এবং ওয়ান ব্যাংক।
অনলাইনে কর পরিশোধের নিয়ম
১. www.bsp.brta.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ ও মোবাইল নম্বর প্রয়োজন।
2. লগইন করে Vehicle Information অপশনে গেলে রেজিস্ট্রেশন, ফিটনেস, রোড পারমিট ও ট্যাক্স টোকেন সম্পর্কিত তথ্য দেখা যাবে।
3. ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হলে তা লাল চিহ্নে দেখাবে। সেখানে Renewal অপশনে গিয়ে প্রয়োজনীয় ফি প্রদর্শিত হবে।
4. Pay অপশনে ক্লিক করে বিকাশ, নগদ বা ভিসা কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
5. বিকাশ নির্বাচন করলে ওটিপি (OTP) এবং বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হয়।
6. পেমেন্টের সময়ই ডেলিভারি ঠিকানা দিতে হয়। নতুন ট্যাক্স টোকেন সাধারণত ৫-৭ কার্যদিবসের মধ্যে কুরিয়ারে পৌঁছে যায়।
7. বিকাশের মাধ্যমে কর পরিশোধ করলে অতিরিক্ত ৩৪ টাকা ফি দিতে হয়।
মোটরসাইকেল বিমা
মোটরসাইকেল নিয়ে চলার সময় দুর্ঘটনা, চুরি বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আর্থিক ক্ষতি হতে পারে। তাই বিমা করা বাধ্যতামূলক।
বিমা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
-
ব্লু বুক
-
ড্রাইভিং লাইসেন্স
-
২ কপি পাসপোর্ট সাইজ ছবি
-
রেজিস্ট্রেশন সার্টিফিকেট
-
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
-
ক্রয়ের কাগজপত্র
বিমার ধরন:
-
তৃতীয় পক্ষ বিমা (Third Party Insurance):
-
দুর্ঘটনায় অন্য কারও ক্ষতি বা আহত হলে ক্ষতিপূরণ দেয়।
-
মোটরসাইকেলের নিজের ক্ষতি কভার হয় না।
-
খরচ প্রায় ২৩০ টাকা (প্রথম বছর ২০০ টাকা, পরের বছর নবায়নে ২২৫ টাকা)।
-
-
কম্প্রেহেন্সিভ বিমা (Comprehensive Insurance):
-
মোটরসাইকেল চুরি, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও নিজের ক্ষতির ক্ষেত্রে সুরক্ষা দেয়।
-
খরচ প্রায় ১০,০০০ টাকা।
-
বাংলাদেশে প্রভাতি ইনস্যুরেন্স, সেনা ইনস্যুরেন্স, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মোটরসাইকেল বিমা করা যায়। বিমার পরিমাণ ও ক্ষতিপূরণের নিয়ম বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নির্ধারণ করে।


No comments