টাইফয়েড টিকা বিনামূল্যে পাবেন ৫ কোটি শিশু, যেভাবে রেজিস্ট্রেশন করবেন
সরকার শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করবে। দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর এই টিকা পাবেন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী (১৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) শিশু-কিশোররা এ টিকা গ্রহণ করতে পারবেন।
আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম ১০ দিন টিকা স্কুলে শিক্ষার্থীদের দেওয়া হবে। তবে টিকা নেয়ার জন্য অবশ্যই আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত রশিদটি প্রিন্ট করলে তা টিকা কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। টিকা গ্রহণের সময় এই কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরও আলাদাভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের টিকা নিতে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে।
রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
টাইফয়েড টিকা নিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করা যাবে।
-
প্রথমে জন্মতারিখ (দিন, মাস, বছর) দিতে হবে।
-
এরপর ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সনদের নম্বর ইংরেজিতে প্রদান করতে হবে। যদিও জন্ম নিবন্ধন সনদ না থাকলে বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করেও রেজিস্ট্রেশন করা যায় বলে বলা হয়েছে, তবে বর্তমানে ওয়েবসাইটে জন্ম নিবন্ধন সনদ আবশ্যক বলে দেখাচ্ছে। বিষয়টি এখনো স্পষ্ট নয়।
-
এরপর লিঙ্গ (নারী/পুরুষ) নির্বাচন করতে হবে।
-
একটি ক্যাপচা পূরণ করে তথ্য যাচাইয়ের মাধ্যমে পরবর্তী ধাপে যেতে হবে।
পরবর্তী ধাপে:
-
মা-বাবার মোবাইল নম্বর, ইমেইল, পাসপোর্ট নম্বর ও বর্তমান ঠিকানা পূরণ করে ‘সাবমিট’ করতে হবে।
-
সাবমিট করার পর মোবাইল ফোনে আসা ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন প্রাথমিকভাবে সম্পন্ন হবে।
এরপর:
-
টাইফয়েড অথবা মেনিনজাইটিসের মধ্যে একটি টিকা নির্বাচন করতে হবে।
-
টাইফয়েড নির্বাচন করলে দুইটি অপশন দেখাবে:
১) শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী
২) শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু -
শিক্ষাপ্রতিষ্ঠানের অপশন বেছে নিলে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড নম্বর ও জোন তথ্য পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে টিকাদান কেন্দ্রের তথ্য আসবে এবং যেখান থেকে টিকা নিতে চান সেই স্কুল নির্বাচন করতে হবে।
-
শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত অপশন বেছে নিলে নিকটস্থ টিকাদান কেন্দ্র নির্বাচন করে সাবমিট করতে হবে।
সাবমিট করার পর ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে। কার্ডটি ডাউনলোড ও প্রিন্ট করে নির্ধারিত দিনে টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হবে।
টিকা গ্রহণের পর অনলাইনে টাইফয়েড ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাবে, যা শিক্ষার্থী ও অভিভাবকরা সংরক্ষণ করতে পারবেন।


No comments